৫ আগস্ট কর্মসূচি সামনে রেখে বিলাইছড়িতে বিএনপির প্রস্তুতি সভা
সংবাদদাতা:
মোঃ মোজাফ্ফর আহমেদ (আফজাল), বিলাইছড়ি প্রতিনিধি
আগামী ৫ আগস্টকে সামনে রেখে বিলাইছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট ২০২৫) সকাল ১০টায় উপজেলা বিএনপি কার্যালয়ে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আঃ সালাম ফকির।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি মোঃ রেজাউল করিম, বিএনপি সহ-সভাপতি ইমাম হাসান শিকদার, জাসাস সভাপতি মোঃ জাকির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আল মামুন, মহিলা দলের সভাপতি মিসেস দিলুয়ারা বেগম, ১নং বিলাইছড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ আলী হায়দার ও ২নং কেংড়াছড়ি ইউনিয়নের সভাপতি মোঃ কবির হোসেন।
নেতাকর্মীরা বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার দেশত্যাগের ঘটনাকে সামনে রেখে সংগঠনের কর্মসূচি বাস্তবায়নে এ প্রস্তুতি সভা আয়োজন করা হয়। সভায় প্রায় ৩০-৩৫ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।