শনিবার জামায়াত আমীরের বাইপাস সার্জারি; দেশবাসীর কাছে দোয়ার আহ্বান
মো: রুয়েল ইসলাম রুবেল, মাল্টিমিডিয়া রিপোর্টার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারি আগামীকাল শনিবার (২ আগস্ট) সম্পন্ন হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে তিনি দেশবাসীসহ জামায়াতের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি ডা. শফিকুর রহমানের সফল অস্ত্রোপচার এবং দ্রুত সুস্থতার জন্য দোয়ার আহ্বান জানান।
অধ্যাপক পরওয়ার বলেন, “আমাদের প্রিয় রাহবারের (নেতা) সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা কামনায় সবাই নফল ইবাদত করুন। নফল নামাজ, রোজা ও দান-সদকার মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করুন।”
তিনি আরও বলেন, “আসন্ন জুমার দিন মসজিদে-মসজিদে আমরা সবাই মিলেমিশে দোয়া করতে পারি, যেন আল্লাহ তাআলা আমাদের প্রিয় আমীরকে পূর্ণ সুস্থতা দিয়ে আবার দ্বীনের ময়দানে ফিরিয়ে আনেন।”
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই জামায়াত আমীর ডা. শফিকুর রহমান হৃদ্রোগজনিত জটিলতায় ভুগছেন। তার শারীরিক সুস্থতার বিষয়ে দলের পক্ষ থেকে নিয়মিত খোঁজখবর জানানো হচ্ছে।