মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)–এ রাজনৈতিক প্রভাবমুক্ত ও স্বচ্ছ প্রশাসনের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১ আগস্ট) ক্যাম্পাসের প্রধান ফটকে অনুষ্ঠিত এই মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। বক্তৃতায় তারা জানান, ২০২৪ সালের জুলাইয়ের অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে এখনও একটি রাজনৈতিক দলের (আওয়ামী লীগ) নেতৃস্থানীয় একজন সদস্যের অবস্থান বহাল রয়েছে। এতে করে রুয়েট প্রশাসনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে গঠিত সিলেকশন বোর্ডেও দলীয় দোসরদের প্রভাব বিদ্যমান। এর ফলে স্বচ্ছ ও যোগ্যতা ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। শিক্ষার্থীরা মনে করছেন, এর ফলে প্রশাসনের প্রতি আস্থা হারাচ্ছেন তারা।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ১২ দফা দাবি পেশ করেছিলেন। এর অন্যতম ছিল—পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে ‘ইউনিক কোডিং সিস্টেম’ চালু করা। কিন্তু এক বছর পার হলেও এই গুরুত্বপূর্ণ দাবির বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। ফলে প্রশাসনের সদিচ্ছা নিয়েই তারা এখন প্রশ্ন তুলছেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা প্রশাসনের কাছে দ্রুত সময়সীমাসহ একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানান। তাদের মতে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রমে স্বচ্ছতা আনতে হলে রাজনৈতিক প্রভাব মুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি।
শিক্ষার্থীরা হুঁশিয়ার করে বলেন, দাবি বাস্তবায়নে প্রশাসন ব্যর্থ হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।