1. dailysonbad@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. newsroom@dailysongbad71.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সুস্পষ্ট কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা | দৈনিক সংবাদ ৭১
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে সুলতানগঞ্জ নদীবন্দর পরিদর্শনে নৌপরিবহন উপদেষ্টা সাতক্ষীরা-৩ আসনের সীমানা পুনঃনির্ধারণের দাবিতে আশাশুনিতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ সুনামগঞ্জের রঙ্গারচরে ছাগলে গাছের চারা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ সিলেটের জকিগঞ্জে ধানক্ষেত থেকে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার, এলাকাজুড়ে রহস্যের আবহ জামালপুরে ‘রেমিটেন্স যোদ্ধা দিবস’ উদযাপন: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে আলোচনা সভা ও সম্মাননা প্রদান ফকিরহাট সদর ইউনিয়নে উন্নয়ন তহবিল আত্মসাৎ: রহস্যজনক প্রকল্প ব্যয়ে জড়িত সাবেক সচিব ও চেয়ারম্যান! ফকিরহাটে গ্রাম পুলিশ নিয়োগে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে উপজেলা প্রশাসন পুঠিয়ায় হায়নার মতো প্রাণীর আক্রমণে ৫ জন আহত, এলাকাজুড়ে আতঙ্ক রোববার শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের’ ইশতেহার ঘোষণা করবে এনসিপি ফরিদপুরে “মাদার্স অফ জুলাই” শীর্ষক আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সুস্পষ্ট কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা

এম আলী আকবর, ব্যুরো চিফ,  ১ আগস্ট ২০২৫
  • আপডেট টাইম : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

 


যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সুস্পষ্ট কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা

এম আলী আকবর, ব্যুরো চিফ,

 ১ আগস্ট ২০২৫

যুক্তরাষ্ট্রের আরোপ করা সম্ভাব্য চড়া হারের সম্পূরক শুল্ক আলোচনার মাধ্যমে কমিয়ে আনতে পারাকে ‘গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়’ হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১ আগস্ট) দেওয়া এক বার্তায় তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি নিশ্চিত করার জন্য বাংলাদেশের শুল্ক আলোচক দলকে আমরা গর্বের সঙ্গে অভিনন্দন জানাই, যা এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়।”

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর গত ২ এপ্রিল শতাধিক দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেন। এ তালিকায় বাংলাদেশের ওপরও বাড়তি ৩৭ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়, যা কার্যকর হওয়ার কথা ছিল ১ আগস্ট থেকে।

তবে টানা আলোচনার পর গত বৃহস্পতিবার ওয়াশিংটনে ট্রাম্প প্রশাসন ও ইউএসটিআরের সঙ্গে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন নেতৃত্বাধীন বাংলাদেশের প্রতিনিধি দলের বৈঠকে এ হার কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়।

এই প্রতিনিধি দলে আরও ছিলেন প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী।

প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং বাণিজ্যিক সম্ভাবনা সম্প্রসারণে আমাদের আলোচকরা অসাধারণ কৌশল ও দৃঢ়তা প্রদর্শন করেছেন। ফেব্রুয়ারি থেকে তারা নিরলস পরিশ্রম করে এই জটিল আলোচনা চালিয়ে গেছেন, যার মধ্যে ছিল শুল্ক, অশুল্ক বাধা এবং জাতীয় নিরাপত্তাসংক্রান্ত নানা চ্যালেঞ্জ।”

তিনি আরও বলেন, “এই চুক্তি আমাদের তুলনামূলক বাণিজ্যিক সুবিধা অক্ষুণ্ন রেখেছে, বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা বাজারে প্রবেশাধিকার আরও সম্প্রসারিত করেছে এবং দেশের মৌলিক স্বার্থ সুরক্ষিত করেছে।”

প্রধান উপদেষ্টার দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, প্রেসিডেন্ট ট্রাম্প ৭০টি দেশের পণ্যে সর্বোচ্চ ৪১ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের পরিকল্পনা করেন। এ পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে আলোচনার ভিত্তিতে ২০ শতাংশ শুল্ক নির্ধারিত হয়েছে, যা প্রতিদ্বন্দ্বী রপ্তানিকারক দেশ যেমন শ্রীলঙ্কা, ভিয়েতনাম, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার সমপর্যায়ের।

এতে বলা হয়, “শুধু শুল্ক কমানোর প্রতিশ্রুতি দিলেই হয়নি, বরং বাণিজ্য ভারসাম্য, অশুল্ক বাধা এবং জাতীয় নিরাপত্তা–সংক্রান্ত উদ্বেগ নিরসনেও বাংলাদেশকে পদক্ষেপ নিতে হয়েছে। এর অংশ হিসেবে মার্কিন কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে গম, সয়াবিন তেল ও তুলা আমদানির উদ্যোগও নেওয়া হয়েছে।”

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, “আমরা আমাদের সক্ষমতা ও স্বার্থের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছি। পোশাক শিল্প ছিল আমাদের প্রধান অগ্রাধিকার। একইসঙ্গে খাদ্য নিরাপত্তা ও মার্কিন কৃষি রাজ্যগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।”

তিনি বলেন, “আজ আমরা সম্ভাব্য ৩৫ শতাংশ শুল্ক এড়িয়ে যেতে পেরেছি। এটি আমাদের শিল্প, অর্থনীতি এবং লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষের জন্য সুসংবাদ। একইসঙ্গে এটি বিশ্ববাজারে আমাদের প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখার ক্ষেত্রেও সহায়ক হয়েছে।”

প্রধান উপদেষ্টা বলেন, “এই অর্জন কেবল বৈশ্বিক প্রভাব বৃদ্ধির বার্তাই দেয় না, বরং এটি বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দ্বারও উন্মুক্ত করেছে।”

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2024, All rights reserved. এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।