শেখ সুমন আলী, মাল্টিমিডিয়া রিপোর্টার
দৈনিক সংবাদ ৭১
মাত্র সাড়ে ৬ মাসে পবিত্র কোরআন শরিফ সম্পূর্ণ মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার সাত বছর বয়সী শিশু আব্দুর রহমান।
আব্দুর রহমান মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুরী গ্রামের মো. শহিদুল ইসলাম ও ফারজানা বেগম দম্পতির ছেলে।
সে মোড়েলগঞ্জ পৌরসভার বারুইখালী এলাকার “মারকাজুল ওমর আল ফারুক (রা.) হিফজ মাদরাসা” থেকে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেছে।
আব্দুর রহমানের শিক্ষক মাওলানা আব্দুল কুদ্দুস আশরাফী জানান,
“আব্দুর রহমান অত্যন্ত মেধাবী, মনোযোগী এবং ভদ্র স্বভাবের শিশু। সে খুবই অল্প সময়ে ধারাবাহিক অধ্যবসায়ের মাধ্যমে এই অসাধারণ অর্জন করেছে।”
শিশুটির এই কৃতিত্বে আনন্দিত তার পরিবার। বাবা শহিদুল ইসলাম ও মা ফারজানা বেগম বলেন,
“ছোট বয়সেই আমাদের সন্তানের এমন সাফল্য আমাদের জন্য গর্বের। আমরা তার জন্য সবার দোয়া কামনা করছি।”
শিক্ষক ও অভিভাবকেরা জানিয়েছেন, আব্দুর রহমানের উচ্চতর ইসলামি শিক্ষায় অগ্রসর হওয়ার পেছনে তার অধ্যবসায় ও আল্লাহর রহমত ছিল প্রধান। তারা দেশবাসীর কাছে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া চেয়েছেন।