‘আসন বিলুপ্তির সিদ্ধান্ত না বদলালে ইসি ঘেরাও করবে বাগেরহাটবাসী’ — শামীমুর রহমান
এম আলী আকবর, ব্যুরো চিফ, দৈনিক সংবাদ ৭১
বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) যদি বাগেরহাট-৪ আসন বিলুপ্তির সিদ্ধান্ত থেকে সরে না আসে, তবে বাগেরহাটের ২০ লাখ মানুষ নিয়ে ঢাকায় ইসি ভবন ঘেরাও করা হবে।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে মোংলায় শ্রমিকদলের আয়োজনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, “রাতের আঁধারে চোরাকারবারির মতো বাগেরহাটের চারটি আসনকে তিনটিতে রূপান্তর করা হয়েছে, যা সংবিধান ও জনগণের মৌলিক অধিকারের পরিপন্থী। ইসি এই সিদ্ধান্তের মাধ্যমে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।”
তিনি আরও অভিযোগ করেন, “এই বিভাজন আসন্ন জাতীয় নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা। নির্বাচন কমিশনের দায়িত্ব নিরপেক্ষতা বজায় রাখা, কিন্তু তারা এখন ক্ষমতাসীনদের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা এমরান হোসেন, বাবুল হোসেন রনি, শাহ আলম শেখ, যুবদল নেতা সাইফুল ইসলাম, ইমান হোসেন রিপন, মহসিন পাটোয়ারী, শ্রমিকদল নেতা জামাল হোসেন ও স্বেচ্ছাসেবক দল নেতা নুর উদ্দিন টুটুল।