সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া ডেক্স : প্রভাষক জাহিদ হাসান
দৈনিক সংবাদ ৭১
দেশজুড়ে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি বায়ু। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট অতিরিক্ত বায়ুচাপের ফলে উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে রাজধানীসহ দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। গতকাল (বুধবার) সন্ধ্যা ৬টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টায় ঢাকায় ১৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
তিনি আরও জানান, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ ৪৪ থেকে ৮৮ মিলিমিটারের মধ্যে হলে তাকে ‘ভারী বৃষ্টি’ হিসেবে ধরা হয়।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আগামী শনিবার বা রোববার থেকে ময়মনসিংহ, রংপুর, ঢাকা ও সিলেট বিভাগেও ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে।
সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের এবং মৎস্যজীবীদের সর্তকতার সঙ্গে চলাফেরার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।