রাজশাহী প্রতিনিধি: দৈনিক সংবাদ ৭১
রাজশাহীর বাঘা উপজেলার বাঘা পৌরসভার সাবেক মেয়র মোঃ আক্কাস আলীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম বাঘা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, আক্কাস আলী গত ৫ আগস্টের পর থেকে এলাকায় আত্মগোপনে ছিলেন। এরপর থেকে তিনি বিভিন্ন জায়গায় অবস্থান বদল করে পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে বৃহস্পতিবার সকালের দিকে ডিবি পুলিশের অভিযান সফল হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, সাবেক মেয়র আক্কাস আলীর বিরুদ্ধে একাধিক মামলা ও গুরুতর অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর তাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।