স্টাফ রিপোর্টার: প্রভাষক জাহিদ হাসান
ফরিদপুরে শওকত মোল্যা (২০) নামে এক অটোরিকশা চালককে শ্বাসরোধে হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ মামলায় আরও একজন আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১০ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর দেড়টার দিকে ফরিদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাকসুদুর রহমান এই রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি চৌধুরী জাহিদ হাসান খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।
এই পাঁচজনই ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার বাসিন্দা এবং ভাড়াটিয়া। এদের মধ্যে রাসেল শেখ রায় ঘোষণার সময় পলাতক ছিলেন, বাকিরা পুলিশ পাহারায় আদালত থেকে কারাগারে পাঠানো হয়েছে।
এছাড়া ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি বাদশা শেখ (২৬) রাজবাড়ী জেলার মজলিসপুর এলাকার মুরাদ শেখের ছেলে। তিনি ছিনতাই হওয়া ইজিবাইকটি ক্রয় করেছিলেন বলে মামলার তথ্যসূত্রে জানা যায়।
২০১৯ সালের ১৪ নভেম্বর সালথা উপজেলার দেয়ালীকান্দা গ্রামের বাসিন্দা ও শহরের পশ্চিম খাবাসপুরে ভাড়াটিয়া শওকত মোল্যা তার ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে বের হন। রাতে তিনি বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সকালে শহরের গোয়ালচামট মোল্লাবাড়ি সড়কের শেষপ্রান্তের একটি ধানক্ষেতে তার মরদেহ পাওয়া যায়।
নিহতের বাবা আয়নাল মোল্যা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মাত্র তিনদিনের মধ্যেই পুলিশ হত্যার রহস্য উদঘাটন করে পাঁচজনকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে ২০২০ সালের ২৬ আগস্ট তদন্ত কর্মকর্তা এসআই শামীম আক্তার আদালতে চার্জশিট দাখিল করেন।
রাষ্ট্রপক্ষ জানায়, আসামিরা ভাড়া নেওয়া ইজিবাইকটি নিয়ে শহরে ঘোরাঘুরি শেষে চালক শওকতকে কৌশলে নির্জন স্থানে নিয়ে যায় এবং গলায় বেল্ট পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে ইজিবাইকটি ছিনতাই করে।