জাকির হোসেন হাওলাদার, দুমকি ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পশুপালন (এ্যানিমেল হাজবেন্ড্রি) ডিসিপ্লিনের শিক্ষার্থীরা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সমান সুযোগ নিশ্চিতের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কাছে স্মারকলিপি প্রদান করেছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ধারাবাহিক কর্মসূচির দ্বিতীয় দিনে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামের নিকট তাদের দাবি-দাওয়ার বিবরণ তুলে ধরেন।
শিক্ষার্থীরা জানান, দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রাণী চিকিৎসা (ভেটেরিনারি সায়েন্স) ও প্রাণী উৎপাদন (এ্যানিমেল হাজবেন্ড্রি) বিষয়ে সমন্বিত ‘কম্বাইন্ড ডিগ্রি’ চালু রয়েছে। এতে গ্র্যাজুয়েটরা সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রাণিসম্পদ সংশ্লিষ্ট সকল পদের জন্য আবেদন করতে পারছেন। অথচ পবিপ্রবিতে এখনো পৃথক ডিগ্রি থাকায় পশুপালন বিভাগের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন।
তাদের দাবি, আন্তর্জাতিক মানসম্পন্ন, যুগোপযোগী ও দক্ষতা ভিত্তিক একটি কম্বাইন্ড ডিগ্রি চালুর মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব। এতে প্রাণিসম্পদ খাতে গুণগত পরিবর্তন আসবে এবং দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
স্মারকলিপি গ্রহণ করে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন,
“তোমাদের দাবিটি সময়োপযোগী, যৌক্তিক ও বাস্তবভিত্তিক। প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে ভেটেরিনারি সায়েন্স ও এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনকে সমন্বয় করে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি কম্বাইন্ড ডিগ্রি চালু করা অত্যন্ত প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা অব্যাহত থাকবে এবং তোমাদের স্মারকলিপিটি দ্রুত সময়ের মধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরে প্রেরণ করা হবে।”
তিনি শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে ক্লাসে ফিরে পাঠদানে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত শিক্ষার্থী তাহসিন হোসাইন বলেন,
“একজন খামারির যেমন দক্ষ প্রাণীচিকিৎসকের প্রয়োজন, তেমনি প্রয়োজন উন্নত ব্যবস্থাপনার। এই দুই দিক একসঙ্গে শিখে দক্ষ গ্র্যাজুয়েট হিসেবে গড়ে ওঠার জন্য কম্বাইন্ড ডিগ্রি চালু করা সময়ের দাবি।”
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর আবদুল লতিফ, রেজিস্ট্রার প্রফেসর ড. মো: ইকতিয়ার উদ্দিন, বেসিক সায়েন্স বিভাগের প্রফেসর ড. মামুন অর রশীদ এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মাহফুজুর রহমান সবুজ।
উল্লেখ্য, বুধবার থেকে পশুপালন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি ও মানববন্ধনের মাধ্যমে তাদের দাবি তুলে ধরছেন। আজ দ্বিতীয় দিনেও তারা ক্লাস বর্জন করে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল শেষে স্মারকলিপি প্রদান করেন।