তাঁর মৃত্যুতে ভোলাজুড়ে শোকের ছায়া
খন্দকার নিরব
ভোলা প্রতিনিধি
ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফকরুল আলম জাহাঙ্গীর আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি চাঁদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মকবুল আহমদের পুত্র এবং আব্দুর রব চেয়ারম্যানের ছোট ভাই। জীবদ্দশায় তিনি একজন সৎ, বিচক্ষণ ও জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যা, অসংখ্য আত্মীয়-স্বজন ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
সাবেক এই জনপ্রতিনিধির নামাজে জানাজা অনুষ্ঠিত হয় বুধবার (৩১ জুলাই) বেলা ১১টায় তজুমদ্দিন স্টেডিয়াম মাঠে।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তজুমদ্দিন উপজেলা বিএনপি, তজুমদ্দিন প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।