মোঃ গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীর তানোর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে চুরি হওয়া ১১ লাখ ৩০ হাজার টাকার মধ্যে ১০ লাখ ৯৫ হাজার টাকা উদ্ধার করেছে তানোর থানা পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম আরজেদ আলী (৪৪), পিতা সাইদুর রহমান, তিনি বাধাইড় ইউনিয়নের উচাডাঙা গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই (সোমবার) রাজশাহীর বোয়ালিয়া থানার শিরোইল মঠপুকুর এলাকার বাসিন্দা, মৃত রবিউল ইসলামের স্ত্রী মোসাঃ মাবিয়া (৬৫) তানোর সাব-রেজিস্ট্রি অফিসে জমি বিক্রির ১১ লাখ ৩০ হাজার টাকা নিয়ে দলিল সম্পাদনার জন্য যান। অফিসের বারান্দায় বসে থাকা অবস্থায় অসাবধানতাবশত তিনি কিছু সময়ের জন্য অন্যমনস্ক হলে একটি চক্র তার টাকার ব্যাগটি নিয়ে চম্পট দেয়।
পরে মাবিয়া তানোর থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ দ্রুত অভিযানে নামে। বিশেষ অভিযান চালিয়ে ঘটনার দুই দিনের মাথায় গতকাল বুধবার দুপুরে আরজেদ আলীকে গ্রেফতারসহ তার কাছ থেকে চুরি যাওয়া অর্থের মধ্যে ১০ লাখ ৯৫ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করে। ইতোমধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতার করে অধিকাংশ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার ও বাকি অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, ঘটনার পেছনে কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যেই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।