আন্তর্জাতিক ডেস্ক | প্রভাষক জাহিদ হাসান
দৈনিক সংবাদ ৭১
দীর্ঘদিন অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকার ক্ষুধার্ত ও দুর্দশাগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা পাঠিয়েছে সৌদি আরব। বুধবার (৩০ জুলাই) সকালে মিশরের রাফা ক্রসিং দিয়ে ছয়টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করে। এ তথ্য নিশ্চিত করেছে সৌদি গণমাধ্যম আরব নিউজ।
মানবিক সহায়তাগুলো পাঠানো হয়েছে সৌদি বাদশাহ সালমানের মানবিক সহায়তা ও ত্রাণ সংস্থা ‘কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার (KSrelief)’–এর তত্ত্বাবধানে। এসব ট্রাকে প্রধানত খাদ্যসামগ্রী ছিল, যা গাজার জনগণের জন্য অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে।
সৌদি গ্যাজেট জানিয়েছে, গাজার জন্য সৌদি আরব এখন পর্যন্ত ৫৮টি কার্গো বিমান ও ৮টি জাহাজের মাধ্যমে বিপুল পরিমাণ সহায়তা পাঠিয়েছে। এসব সহায়তার মধ্যে রয়েছে প্রায় ৭,২০০ টন খাদ্য, ওষুধ, জরুরি আশ্রয় সামগ্রী ও ২০টি অ্যাম্বুলেন্স। ইতোমধ্যে অ্যাম্বুলেন্সগুলো ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে হস্তান্তর করা হয়েছে।
গাজায় ইসরায়েলের টানা বর্বর হামলার কারণে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। খাদ্য, চিকিৎসা এবং নিরাপত্তার অভাবে হাজার হাজার মানুষ মানবেতর জীবন যাপন করছেন। আন্তর্জাতিক চাপের মুখে সাম্প্রতিক সময়ে ইসরায়েল সীমিতভাবে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিচ্ছে। তবে এই সহায়তা গাজাবাসীর বিপুল চাহিদার তুলনায় অপ্রতুল।
এদিকে, সৌদি আরব শুধু সড়কপথেই নয়, জর্ডানের সহযোগিতায় আকাশপথেও গাজায় খাদ্যসামগ্রী পাঠিয়েছে। বিমান থেকে প্যারাসুটের মাধ্যমে ত্রাণ সামগ্রী ফেলা হয়—যা তাৎক্ষণিক মানবিক সহায়তার একটি উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত হামলায় এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন ৬০ হাজারের বেশি মানুষ, আহত হয়েছেন আরও প্রায় দেড় লাখ।