আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার | দৈনিক সংবাদ ৭১
আমতলী পৌর যুবলীগের দীর্ঘদিনের সভাপতি অ্যাডভোকেট আরিফ-উল-হাসান আরিফকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩০ জুলাই) দুপুর আড়াইটার দিকে আমতলী উপজেলা পরিষদ সড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আরিফ গত এক যুগ ধরে আমতলী পৌর যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ৫ আগস্ট “ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করেছে” — এমন প্রচার চালিয়ে তিনি উপজেলা শহর ও ঢাকায় লিফলেট বিতরণ করেন। ওই ঘটনার পর রাজধানীর ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এক মামলায় তাকে আসামি করা হয়।
বুধবার দুপুরে আমতলী থানা পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, “ঢাকায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার পরিপ্রেক্ষিতে পৌর যুবলীগ সভাপতি আরিফ-উল-হাসানকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।”
এ বিষয়ে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট উপ-পরিদর্শক (সিএসআই) মো. আনোয়ার হোসেন বলেন, “বিচারকের নির্দেশে তাকে বরগুনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।”