সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস
আবহাওয়া ডেক্স : স্টাফ রিপোর্টার, প্রভাষক জাহিদ হাসান
আবহাওয়া অধিদপ্তর বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টার মধ্যে দেশের সাতটি অঞ্চলে বজ্রসহ ঝড়ের আভাস দিয়েছে। এসব অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, এই ঝড়ের কারণে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে এক নম্বর সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া, আবহাওয়া অফিসের সর্বশেষ পূর্বাভাসে আরও বলা হয়েছে যে, সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এদিকে, দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে সারা দেশে বৃষ্টিপাতের কারণে আর্দ্রতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।