স্টাফ রিপোর্টার: মো. জাহিদ হাসান |
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কসমেটিকস ও ঔষধের দোকানগুলোতে অভিযান চালিয়ে অনিয়মের দায়ে ৫টি মামলায় মোট ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মধুপুরের কাকরাইদ, মোটের বাজার, নেদুর বাজার, গারো বাজার ও পৌর এলাকার সেগুনবাগানস্থ বিভিন্ন দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর বিভিন্ন ধারা অনুযায়ী ব্যবসায়ী অপরাধে জড়িত থাকায় পাঁচ জনকে মোট ৩২,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন মধুপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। প্রসিকিউশনে সহায়তা করেন মো. আবু জাফর প্রাং, ঔষধ তত্ত্বাবধায়ক (ভেট), জেলা ঔষধ তত্ত্বাবধায়ক কার্যালয়, টাঙ্গাইল।
এ সময় অভিযানে সহায়তা করেন মধুপুর সেনা ক্যাম্পের একটি চৌকস টিম।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন,
“জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। জনসচেতনতা ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”