বেনাপোল বন্দরে চাঁদা আদায়ের অভিযোগে বদলি ৬৫ আনসার সদস্য
রায়হান হোসেন, স্টাফ রিপোর্টার | শার্শা, যশোর | দৈনিক সংবাদ ৭১
যশোরের বেনাপোল স্থলবন্দরে ট্রাক চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে ৬৫ জন আনসার সদস্যকে শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. শামীম হোসেন।
তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযুক্ত পিসিওসহ প্রথম ধাপে ৬৫ জন আনসার সদস্যকে বদলি করা হয়েছে। এ ছাড়া তদন্ত শেষে আরও অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বন্দরের সদ্য যোগদানকারী আনসার কমান্ডার অসিত কুমার বলেন, “আনসার ক্যাম্পের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও বাহিনীর ভাবমূর্তি রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” বর্তমানে বেনাপোল বন্দরে ১৬৩ জন আনসার সদস্য এবং বেসরকারি নিরাপত্তা সংস্থা পিমার ১২৯ জন সদস্য দায়িত্ব পালন করছেন।
এর আগে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, বন্দরে ট্রাক প্রবেশের সময় গেটগুলোতে ট্রাকপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত ‘বকশিশ’ নেওয়া হচ্ছিল। এমনকি এসব চাঁদা আদায়ের ছবি ও ভিডিও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।
অবশেষে অভিযোগের সত্যতা মেলায় বন্দর কর্তৃপক্ষ প্রথম দফায় ৬৫ জন আনসার সদস্যকে সরিয়ে নেয়। একইসঙ্গে নিরাপত্তা সংস্থা পিমার সদস্যদের বিরুদ্ধেও শিগগিরই ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গেছে।
পরিচালক মো. শামীম হোসেন আরও বলেন, “যে অন্যায় করবে, তার বিরুদ্ধেই কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বন্দরের নিরাপত্তা ও সুনাম বজায় রাখতে আমরা কোনো ছাড় দেব না।”