মোজাফ্ফার আহমেদ (আফজাল), বিলাইছড়ি উপজেলা প্রতিনিধি, রাঙামাটি
রাঙামাটির বিলাইছড়িতে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও মানসম্মত শিক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই ২০২৫) সকাল ১০টায় উপজেলা গণমিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার সরিৎ কুমার চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিৎ দত্ত এবং বিলাইছড়ি প্রেসক্লাবের সাংবাদিক মোঃ নুরুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু সুনীল কান্তি দেওয়ান, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। শিক্ষার মানোন্নয়নে শুধু শিক্ষক নয়, অভিভাবকদেরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে, বিশেষ করে দুর্গম পাহাড়ি এলাকায়।”
আলোচনার পর্ব শেষে বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় ও ফারুয়া উচ্চ বিদ্যালয়ের শ্রেষ্ঠ মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন প্রধান ও বিশেষ অতিথিরা।
অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা জোগায় বলে মন্তব্য করেন আয়োজকরা।