তথ্য মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি ভুক্তভোগীর
সিলেট ব্যুরো | দৈনিক সংবাদ ৭১
বিয়ানীবাজার উপজেলার পাড়িয়াবহর গ্রামে গত ২৬ জুলাই (শনিবার) অনুষ্ঠিত একটি কথিত মানববন্ধনে দেওয়া বক্তব্যকে ভিত্তিহীন, প্রমাণহীন ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন পাড়িয়াবহরের স্থায়ী বাসিন্দা, সিলেট সাংবাদিক ইউনিয়নের (রেজি: ২৭২৮) সভাপতি এবং মাইটিভি চ্যানেলের সাবেক সিলেট ব্যুরো প্রধান নজরুল ইসলাম সিপার।
তিনি গত ২৮ জুলাই জেলা প্রশাসক বরাবর একটি লিখিত দরখাস্ত (ডকেট নং-২৬, তারিখ: ২৮/০৭/২০২৫) দাখিল করেন। সেখানে তিনি অভিযোগ করেন, তার বিরুদ্ধে মানববন্ধনে যে সকল মানহানিকর ও মিথ্যা বক্তব্য দেওয়া হয়েছে তা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। সেই সাথে পাড়িয়াবহরের নিরীহ বাসিন্দাদের জমি জোরপূর্বক দখলের পাঁয়তারা এবং ভুয়া মালিকানা দাবিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি।
দরখাস্তে সিপার উল্লেখ করেন, গ্রামের একটি রাস্তা যা তাদের দীর্ঘদিনের স্বত্ব-দখলীয় জমির অন্তর্ভুক্ত, সেটিকে দখল করতে একটি মহল ভূয়া কাগজপত্র ও মিথ্যা দাবি তুলে এলাকাবাসীকে বিভ্রান্ত করছে। তিনি অভিযোগ করেন, এই মহলটি খুন-খারাপি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তাকে এবং তার পরিবারের সদস্যদের গ্রাম ছাড়া করার হুমকি দিচ্ছে।
নজরুল ইসলাম সিপারের অভিযোগে উঠে এসেছে, স্থানীয় মৃত শামস উদ্দিন কালা মিয়ার ছেলে সাইফুর রহমান ছইফ, মৃত সজ্জাদ আলীর ছেলে জামিল উদ্দিন ও মাসুম উদ্দিন, মৃত আয়াজ আলীর ছেলে জয়নাল উদ্দিন এবং লাউতা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোপেশ বিশ্বাসসহ একাধিক ব্যক্তি তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত।
তিনি আরও বলেন, “আমি গত দুই বছর ধরে গ্রামে যাইনি। অথচ আমাকে মিথ্যা মামলায় জড়ানো, চাঁদাবাজ, সংস্কারে বাঁধা প্রদানকারী হিসেবে সাজানো হয়েছে। এইসব বানানো অভিযোগ তুলে গ্রামের কিছু ব্যক্তি মানববন্ধনের নামে মূলত অপরাধ ঢাকার চেষ্টা করছে।”
সিপার অভিযোগ করেন, ছইফ গং-এর নেতৃত্বে গড়ে ওঠা একটি অস্ত্রধারী গ্যাং বর্তমানে এলাকায় সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক সৃষ্টি করছে এবং প্রবাসী পরিবারের সম্পদ লুটপাটে লিপ্ত। মানববন্ধনে রাস্তার মালিকানা দাবি করা হলেও তারা গণমাধ্যমে কোনো কাগজপত্র উপস্থাপন করতে পারেননি বলেও দাবি করেন তিনি।
তিনি তার দরখাস্তে নিজের শারীরিক অবস্থার কথাও উল্লেখ করে জানান, তিনি দীর্ঘ সাত মাস ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। এই সুযোগকে কাজে লাগিয়ে একটি অসৎ মহল তার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।
নজরুল ইসলাম সিপার প্রশাসনের কাছে তার ও পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি, ভুয়া মালিকানা দাবিদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।