হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক প্রতিনিধি | দৈনিক সংবাদ ৭১
নিউইয়র্কের ম্যানহাটানে আততায়ীর বন্দুক হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামসহ চারজন নিহত হয়েছেন।
সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ম্যানহাটানের ৩৪৫ পার্ক এভিনিউর একটি বহুতল ভবনে এ হামলার ঘটনা ঘটে।
নিহত দিদারুল ইসলাম নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে (NYPD) তিন বছর ছয় মাস কর্মরত ছিলেন। বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর। স্ত্রী সন্তানসম্ভবা এবং তাঁর দুটি শিশু সন্তান রয়েছে। তাঁর দেশের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়।
(সূত্র: আইবিএন নিউজ)
দিদারুল ইসলামের অকাল মৃত্যুতে নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে আসে। তাঁর সহকর্মী, শুভানুধ্যায়ী ও পরিচিতজনরা বিস্ময় ও বেদনায় মুষড়ে পড়েছেন।
নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস এবং নিউইয়র্ক পুলিশের কমিশনার এক সংবাদ সম্মেলনে গভীর শোক প্রকাশ করেন। তাঁরা দিদারুল ইসলামের শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন।
বাংলাদেশি কমিউনিটির পক্ষে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। নিউইয়র্ক পুলিশে কর্মরত বাংলাদেশি কর্মকর্তারাও একত্রে গভীর শোক জানান।
এছাড়াও শোক ও সমবেদনা জানিয়েছেন:
তাঁরা সবাই দিদারুল ইসলামের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।