জাকির হোসেন হাওলাদার | দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি, দৈনিক সংবাদ ৭১
পটুয়াখালীর দুমকী উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে শামসুল আলম (৫১) নামের এক চিহ্নিত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে মোট ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে দুমকীর লেবুখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।
দুমকী থানার উপপরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে লেবুখালী এলাকার আব্দুল মালেক আকনের বাড়ির সামনে একটি কাঁচা রাস্তার ওপর থেকে পালানোর সময় শামসুল আলমকে আটক করেন।
তল্লাশিকালে তার সঙ্গে থাকা প্লাস্টিকের ব্যাগে একটি স্ক্রু ড্রাইভার ও একটি ধারালো বাংলা দা উদ্ধার করা হয়। তবে ডাকাত দলের অন্য ৭-৮ জন সদস্য পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামসুল আলম ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, এসআই মোজাম্মেল বাদী হয়ে শামসুল আলমসহ দুইজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে দুমকী থানায় একটি নিয়মিত মামলা (নং: ০৯) দায়ের করেন। মামলাটি পেনাল কোডের ৩৯৯ ও ৪০২ ধারায় রুজু করা হয়েছে।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত শামসুল আলম পটুয়াখালী জেলার মহিপুর থানার নিজামপুর গ্রামের ১ নম্বর ওয়ার্ডের মৃত আমজেদ চৌকিদারের ছেলে। তার বিরুদ্ধে:
সবগুলো মামলায় তিনি এজাহারভুক্ত ও পলাতক আসামি ছিলেন বলে জানান ওসি।