চালক পলাতক, ওসির দাবি—আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে
মোঃ রবিন আলী, জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের আড়ালিয়া এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আবিদ হাসান (২৮) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। বুধবার (৩০ জুলাই) বিকেল ৫টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত আবিদ হাসান ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ইটাচক্রী এলাকার বাসিন্দা ও মৃত নওশের আলীর ছেলে। তিনি জামালপুর সদর উপজেলার নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সরকারি ডাক (অফিসিয়াল কাগজপত্র) নিয়ে মোটরসাইকেলে জামালপুর সদর থানার দিকে যাচ্ছিলেন কনস্টেবল আবিদ হাসান। পথে আড়ালিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, “সড়ক দুর্ঘটনায় আমাদের সহকর্মী কনস্টেবল আবিদ হাসান মৃত্যুবরণ করেছেন। দুর্ঘটনার পরপরই ইজিবাইকের চালক পালিয়ে যায়। তাকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”