শামীম হাওলাদার, মাল্টিমিডিয়া রিপোর্টার
দৈনিক সংবাদ ৭১ ডিজিটাল ডেস্ক
দেশের চারটি সরকারি কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২১টি ভবন ও স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। এসব পরিবর্তনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ কামালসহ আওয়ামী লীগ ঘরানার বিভিন্ন নেতার নাম সরিয়ে দিয়ে অধিকাংশ স্থানে নিরপেক্ষ বা ভৌগোলিক ভিত্তিক নাম সংযোজন করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, যেসব সরকারি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে, সেগুলো হলো:
একই প্রজ্ঞাপনে জানানো হয়, বিভিন্ন কলেজের ছাত্রাবাস, ছাত্রীনিবাস, একাডেমিক ভবন ও বিজ্ঞান ভবনের নাম থেকেও আওয়ামী লীগের বরেণ্য নেতাদের নাম বাদ দেওয়া হয়েছে। নিচে উল্লেখযোগ্য কিছু উদাহরণ দেওয়া হলো:
এছাড়া, রাজবাড়ী সরকারি কলেজে “বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব ছাত্রীনিবাস” এর নাম পরিবর্তন করে তাপসী রাবেয়া ছাত্রীনিবাস রাখা হয়েছে।
দিনাজপুর সরকারি কলেজে একই ধরনের ছাত্রীনিবাসের নতুন নাম হয়েছে ছাত্রীনিবাস-৩।
নরসিংদী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, হবিগঞ্জ, মৌলভীবাজার, যশোর, পাবনা এবং সন্দ্বীপের সরকারি কলেজগুলোর বিভিন্ন ভবনেও একই ধরনের পরিবর্তন আনা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এসব নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারির চিঠির আলোকে এবং মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন ও পরিবীক্ষণ অধিশাখার পরামর্শ অনুযায়ী।