মোঃ রায়হান হোসেন, স্টাফ রিপোর্টার | দৈনিক সংবাদ ৭১
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
সীমান্তবর্তী উপজেলাগুলোতে মাদকের করাল গ্রাস থেকে তরুণ সমাজকে রক্ষা এবং মাদকবিরোধী প্রজন্ম গড়ার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিশেষ তহবিল বরাদ্দের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এবি পার্টি।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৫টায় চৌগাছা উপজেলার কুঠিপাড়ায় এবি পার্টির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবি পার্টির কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ।
সংবাদ সম্মেলনে রিপন মাহমুদ বলেন, “চৌগাছা ও ঝিকরগাছার মতো সীমান্তবর্তী উপজেলাগুলো বাংলাদেশে মাদক প্রবেশের অন্যতম পথ। এসব অঞ্চলে মাদক নির্মূল করতে হলে তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী বরাদ্দ এবং প্রতিটি সীমান্তবর্তী উপজেলার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৪৫ লাখ টাকা করে বিশেষ বরাদ্দ প্রয়োজন।”
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ায় তা দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। জঙ্গিবাদের বিরুদ্ধে যেভাবে অভিযান হয়েছে, সেভাবেই মাদকের বিরুদ্ধেও অভিযান চালাতে হবে। মাদক ব্যবসায়ীরা দেশের জন্য পশুর চেয়েও নিকৃষ্ট। তারা কোনো দেশের নাগরিক নয়, কেবল সমাজ ও জাতির জন্য হুমকি।”
এ সময় তিনি সিঙ্গাপুরের উদাহরণ টেনে বলেন, “সেখানে ৫০০ গ্রাম বা তার বেশি মাদক বহনে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। অথচ বাংলাদেশে এক ট্রাক মাদকসহ ধরা পড়লেও অভিযুক্তরা কিছুদিনের মধ্যেই জামিনে বের হয়ে আসে। এই দুর্বলতার সুযোগ নিয়েই মাদকচক্র দিন দিন বিস্তৃত হচ্ছে।”
এবি পার্টির নেতারা দাবি জানান, দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ২০ হাজার টাকার ক্রীড়া সামগ্রী বরাদ্দ দিতে হবে এবং রাজনৈতিক ছত্রছায়ায় থাকা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নেরও আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবি পার্টির চৌগাছা উপজেলা সংগঠক মেহেদী হাসান শিপলু, নাসিম রেজা নাহিদ, ক্ষুদে বিজ্ঞানী ওয়াকিমুল ইসলাম রিফাতসহ স্থানীয় নেতৃবৃন্দ।