স্টাফ রিপোর্টার, প্রভাষক জাহিদ হাসান
দিনাজপুরের বোচাগঞ্জে ২০২২-২৩ শিক্ষাবর্ষে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর আওতায় ২৮ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টায় বোচাগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও দিনাজপুর জেলা শিক্ষা অফিস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান। সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দীন আল আজাদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ইউডিএফ কর্মকর্তা এস. এম. জসীম উদ্দীন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অঃদাঃ) মোঃ মিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির গবেষণা কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর মোঃ আনিসুর রহমান, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ শামসুল আলম, শিক্ষক প্রতিনিধি মাসুদুর রহমান মাসুদ, অভিভাবক অতুল চন্দ্র, শিক্ষার্থী শুভ চন্দ্র ও মোলিরা।
অনুষ্ঠানে ২০২২-২৩ শিক্ষাবর্ষে বোচাগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ ২৮ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার হিসেবে দেয়া হয় নগদ অর্থ, সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট।
এসএসসি পর্যায়ের ১৩ জন শিক্ষার্থী প্রত্যেকে পেয়েছেন ১০ হাজার টাকা এবং এইচএসসি পর্যায়ের ১৫ জন শিক্ষার্থী পেয়েছেন ২৫ হাজার টাকা করে, যা ব্যাংকের মাধ্যমে প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসান হাবিব, সেতাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ রফিকুল্যাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার উম্মে কুলসুম এবং পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
অনুষ্ঠানটি ছিল গৌরবময় ও উৎসবমুখর। এতে শিক্ষার্থীদের মাঝে নতুন করে অনুপ্রেরণা সৃষ্টি হয় এবং তাদের ভবিষ্যত শিক্ষা ও ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন অতিথিবৃন্দ।