এম আলী আকবর | ব্যুরো চিফ, বাগেরহাট | দৈনিক সংবাদ ৭১ ডিজিটাল ডেক্স
সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সাংবাদিক ও লেখক সাইফুল ইসলাম তালুকদার তাঁর সাহিত্যপ্রেম ও সৃষ্টিশীলতার অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রবাসজীবনের ব্যস্ততার মাঝেও লেখালেখিতে সক্রিয় থেকে তিনি প্রকাশ করেছেন তাঁর নতুন গ্রন্থ “এই ধরণীর পথে প্রান্তরে”।
গত শুক্রবার (২৫ জুলাই) চট্টগ্রামের রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত হয় বইটির বর্ণাঢ্য প্রকাশনা উৎসব। অনুষ্ঠানটি পরিণত হয় এক সাহিত্যসম্মিলন ও অনুপ্রেরণার মঞ্চে।
প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম শিফাতুল মাজদার এবং খ্রিস্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার পরিচালক ডা. প্রবীর খিয়াং।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার এবং সঞ্চালনায় ছিলেন সহসভাপতি আব্বাস হোসাইন আফতাব।
বক্তারা বলেন,
“প্রবাসে থেকেও সাহিত্যচর্চা চালিয়ে যাওয়া সহজ কাজ নয়। মরুপ্রান্তরের কর্মব্যস্ত জীবনের ফাঁকে কলম চালিয়ে সাইফুল ইসলাম তালুকদার যে সাহসিকতার সঙ্গে লেখালেখি করছেন, তা নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক। তাঁর লেখনি পাঠকদের চিন্তার নতুন দিগন্তে পৌঁছে দেবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে বক্তব্য দেন—
প্রকাশনা উৎসবে সাংবাদিক, কবি, লেখক, শিল্পী, সাহিত্যপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সবার মুখে ছিল একটিই প্রত্যাশা—
“সাইফুল ইসলাম তালুকদার যেন তাঁর লেখালেখির ধারাবাহিকতা ধরে রাখেন এবং বাংলা সাহিত্যে তাঁর অবদান আরও সমৃদ্ধ হয়।”