মোঃ আতিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলাবাসীর জন্য আজ একটি খুশির দিন। দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর অবশেষে পুনরায় চালু হয়েছে বাঞ্ছারামপুরের গ্রামীণফোন সেন্টার। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে আনুষ্ঠানিকভাবে এ সেন্টারটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক টেলিকম সুবিধা ও ডিজিটাল সেবা মানুষের নাগালে পৌঁছে দিতে এই সেন্টারের পুনরায় চালু হওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সেন্টার বন্ধ থাকার ছয় মাসে গ্রাহকদের পড়তে হয়েছে নানা দুর্ভোগে। সিম পরিবর্তন, রিচার্জ সমস্যা, ইন্টারনেট সংযোগ, এনআইডি রেজিস্ট্রেশন ও ভেরিফিকেশনসহ বিভিন্ন জরুরি সেবা গ্রহণের জন্য অনেককে যেতে হয়েছে ব্রাহ্মণবাড়িয়া শহর কিংবা আশেপাশের উপজেলাগুলোতে।
পুনরায় চালু হওয়া এই সেন্টারে এখন থেকে বাঞ্ছারামপুরের গ্রাহকরা সহজেই পেতে পারবেন—
সেন্টার ঠিকানা: ইউসুফ মার্কেট, বাঞ্ছারামপুর বাজার
সেবা সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা (শুক্রবার বন্ধ)
উপজেলার সাধারণ মানুষ মনে করছেন, এই সেন্টারটি বাঞ্ছারামপুরে ডিজিটাল কানেক্টিভিটি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।