মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সম্ভাব্য ৪ চুক্তি ও সমঝোতা স্মারক সই
প্রভাষক জাহিদ হাসান, স্টাফ রিপোর্টার
আগামী ১১ থেকে ১৩ আগস্ট মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার এই দ্বিপক্ষীয় সফরে চারটি গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে কূটনৈতিক সূত্র বলছে, সফর পর্যন্ত সময় থাকায় চুক্তি ও সমঝোতার সংখ্যা আরও বাড়তে পারে।
জানা গেছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে। মূলত জুলাই মাসেই এই সফরের কথা থাকলেও বাংলাদেশ সরকার তা পিছিয়ে আগস্টে নির্ধারণ করে।
সফরকে সফল করতে এরই মধ্যে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ২৪-২৫ জুলাই কুয়ালালামপুর সফর করেছেন। সফরকালে তিনি মালয়েশিয়ার পররাষ্ট্র সচিব আমরান মোহাম্মদ জিনের সঙ্গে বৈঠক করেন এবং প্রধান উপদেষ্টার সফরসূচি ও সম্ভাব্য চুক্তিসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ২৬ জুলাই দেশে ফেরেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানিয়েছেন, “আমরা প্রধান উপদেষ্টার সফর নিয়ে কাজ করছি, সফরটি আগস্টেই হবে।”
উল্লেখ্য, গত বছরের ৪ অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকা সফরে এসে ড. মুহাম্মদ ইউনূসকে কুয়ালালামপুর সফরের আমন্ত্রণ জানান।
১. প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি – দুই দেশের মধ্যে প্রতিরক্ষা বিষয়ক এক চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
২. ফরেন সার্ভিস একাডেমি ও মালয়েশিয়ার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক।
৩. বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (BIISS)-এর সঙ্গে সমঝোতা স্মারক।
৪. বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA)-এর সঙ্গে সমঝোতা স্মারক।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আরও কয়েকটি খাতে সমঝোতার জন্য আলোচনা চলছে, যা সফরকালে চূড়ান্ত হতে পারে।
এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা, রাজনীতিক ও মানবাধিকারকর্মী নুরুল ইজ্জাহ আনোয়ার বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন। তিনি ২৬ জুলাই রাতে ঢাকায় পৌঁছান এবং ২৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত “জুলাই বিপ্লব ২০২৪-এর উত্তরাধিকার: বাংলাদেশের পুনর্গঠন” শীর্ষক সম্মেলনে অংশ নেন।