মোজাফ্ফার আহমেদ (আফজাল), বিলাইছড়ি উপজেলা, রাঙামাটি
সোমবার (২৮ জুলাই ২০২৫) সকাল ১১টায় রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হক।
সভায় উপস্থিত ছিলেন—
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে উপজেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন এবং চলমান কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
তিনি বাজারমূল্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ রোধ, মাদকদ্রব্যের অপব্যবহার ও মানব পাচার রোধে সংশ্লিষ্ট দপ্তর ও জনসাধারণকে একযোগে কাজ করার আহ্বান জানান। একইসাথে মাদকাসক্ত ব্যক্তিদের তথ্য সংগ্রহ করে যথাযথ আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার নির্দেশনা দেন।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের উন্নয়ন কার্যক্রম, চাহিদা ও অগ্রগতির বিষয়েও খোঁজখবর নেওয়া হয়।
এটি ছিল একটি সমন্বিত, কার্যকর ও সচেতনতামূলক সভা, যা স্থানীয় প্রশাসন ও নাগরিক সমাজের মধ্যে আন্তঃসম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।