এম আলী আকবর, ব্যুরো প্রধান, বাগেরহাট | ২৮ জুলাই ২০২৫, সোমবার
বাগেরহাট জেলা সদরের রাহাতের মোড় এলাকায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৮ জনকে আটক করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) ভোর ৪টার দিকে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর একটি বিশেষ টিম।
অভিযান চলাকালে ওই বাড়ি থেকে ৮ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫টি ইয়াবা ট্যাবলেট, ২ গ্রাম গাঁজা, ৫টি এক্সপেন্ডেবল ব্যাটন, ২টি চাইনিজ কুড়াল, ১টি ছুরি, ১টি রামদা, ২টি ককটেল, ৪টি ভুয়া জাতীয় পরিচয়পত্র, ৩টি খালি পিস্তলের কার্তুজ, ১২টি মোবাইল ফোন ও ৪টি লাইটার উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে এসকে সুমনের নেতৃত্বে বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিল।
১. এস কে সুমন — পিতা এস কে আলম, গ্রাম: বিষ্ণুপুর, ইউনিয়ন: বেমারতা, উপজেলা: বাগেরহাট সদর
২. মোঃ জাহিদুল ইসলাম — পিতা মৃত আব্দুল মান্নান, গ্রাম: চন্দ্রপাড়া, উপজেলা: কচুয়া
৩. মোঃ হৃদয় মল্লিক — পিতা হুমায়ুন কোবির মুরাদ, উপজেলা: বাগেরহাট সদর
৪. মোঃ জাকারিয়া হোসেন — পিতা মাহাবুব শেখ, গ্রাম: রঘুনাথপুর, থানা: নাজিরপুর
৫. মোহাম্মদ অভি — পিতা শাহজান শেখ, গ্রাম: গোপালপুর, উপজেলা: কচুয়া
৬. শেখ মুফাসসিল হোসেন — পিতা হাসেম আলী শেখ, গ্রাম: বিষ্ণুপুর, উপজেলা: বাগেরহাট সদর
৭. সবুজ কুমার সাহা — পিতা চিত্তরঞ্জন সাহা, গ্রাম: বারইখালী, উপজেলা: কচুয়া
৮. রিক্তা আক্তার — পিতা মৃত আশরাফ আলী, গ্রাম: বিষ্ণুপুর, উপজেলা: বাগেরহাট সদর
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানের বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।