স্টাফ রিপোর্টার, প্রভাষক জাহিদ হাসান
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন চার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার (২৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।
বাধ্যতামূলক অবসরে যাওয়া চার ডিআইজি হলেন:
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, “জনস্বার্থে” তাদের সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। তবে বিধি অনুযায়ী তারা সকলেই সরকারি অবসর সুবিধা লাভ করবেন।
এই সিদ্ধান্তকে ঘিরে প্রশাসনিক মহলে নানা গুঞ্জন ও আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখনো সরকারি পর্যায়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।