যশোরের চৌগাছায় অনুষ্ঠিত হলো “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)” এর আওতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সোমবার (২৮ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিন জাহান। সঞ্চালনার দায়িত্ব পালন করেন চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার কামাল আহমেদ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (কলেজ-২), ঢাকা বিভাগের মোঃ নওসের আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিশেষভাবে উপস্থিত ছিলেন—
ফারুক হোসেন, সিনিয়র শিক্ষক, চৌগাছা সরকারি শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়
মোহাম্মদ আলমগীর হোসেন ও অরুণ কুমার পাল, প্রভাষক, এস. এম. হাবিব পৌর কলেজ
মোঃ রেজাউল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, চৌগাছা সিনিয়র মাদ্রাসা
ওলিয়ার রহমান, প্রধান শিক্ষক, পাতিবিলা শাহাজান আলি মাধ্যমিক বিদ্যালয়
মোহাম্মদ শামীম হোসেন, প্রভাষক, তরিকুল ইসলাম পৌর কলেজ
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ প্রাণবন্তভাবে অংশগ্রহণ করেন।
আলোচনার পর ‘পারফরমেন্স’ বিবেচনায় নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে সুশিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
এই সম্মাননা শিক্ষার্থীদের মধ্যে নতুন অনুপ্রেরণা ও আগ্রহের সৃষ্টি করেছে বলে মত দেন উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা।