ডিজিটাল ডেস্ক, দৈনিক সংবাদ ৭১
মো. রায়হান
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরাসরি হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। একইসঙ্গে তিনি তেহরানে নতুন করে হামলার হুঁশিয়ারিও দিয়েছেন।
রোববার (২৭ জুলাই) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ ইসরায়েলের রামন বিমানঘাঁটি পরিদর্শনকালে প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেন, “আমি এখান থেকেই স্বৈরাচারী খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই: যদি আপনি ইসরায়েলকে হুমকি দেওয়া অব্যাহত রাখেন, তাহলে আমাদের দীর্ঘ হাত আবার তেহরানে পৌঁছাবে—এবার আরও বেশি শক্তি নিয়ে। আর এবার আপনি নিজেও লক্ষ্যবস্তু হবেন।”
ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ কাটজের এই বক্তব্য হুবহু উদ্ধৃত করেছে। তবে ইসরায়েলি এই হুমকির বিষয়ে এখনো ইরান আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।