স্টাফ রিপোর্টার: মো. রায়হান
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে যশোরের চৌগাছায় মানববন্ধন করেছেন বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।
রোববার (২৭ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে চৌগাছা উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা সদরের অন্তত ২০টি কিন্ডারগার্টেন স্কুলের শত শত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক এতে অংশ নেন। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে শিক্ষক প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অনুপস্থিতিতে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের কাছে যশোর জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি হস্তান্তর করেন।
মানববন্ধনে অংশ নেওয়া শিশু শিক্ষার্থী জারিন মার্জিয়া ও শাহারিয়া আতিক বলেন, “আমরা নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কিন্ডারগার্টেন স্কুলে পড়ছি। আমাদের বড় ভাইবোনেরা পূর্বে বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারলেও এবার আমাদের সে সুযোগ দেওয়া হচ্ছে না। তাই আমরা ক্লাস ফেলে মানববন্ধনে অংশ নিয়েছি।”
চৌগাছা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পক্ষে নব কিশলয় কিন্ডারগার্টেনের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, “বছরের পর বছর কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে সফলতা অর্জন করে আসছে। কিন্তু চলতি বছর তাদের সেই সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। তাই আমরা বাধ্য হয়ে রাজপথে নেমেছি।”
তিনি আরও জানান, গত সপ্তাহে যশোর জেলায় অনুরূপ মানববন্ধন হয়েছে। যশোর ছাড়াও সারা দেশে ধারাবাহিকভাবে এমন কর্মসূচি পালন করে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ লাইসিয়াম স্কুলের সিনিয়র শিক্ষক মাওলানা শাহাজান আলী, প্রতিভা এডাস স্কুলের রাজিব হোসেন, চাইল্ড কেয়ার এডাস স্কুলের প্রধান শিক্ষক শাহাজান আলী, সবুজ কুঁড়ি আইডিয়াল স্কুলের রজব আলী, রাগিব আহসান কিন্ডারগার্টেনের রাম প্রসাদ, বেলা প্রি-ক্যাডেট স্কুলের রতন হোসেন, আদর্শ এডাস স্কুলের শিক্ষক আব্দুল আজিজসহ বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।