স্টাফ রিপোর্টার: প্রভাষক জাহিদ হাসান
দিনাজপুরের সেতাবগঞ্জ পৌর শহরের লেবার লাইন পাড়ায় স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে অভিমানে বিষপানে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। নিহতের নাম মোছাঃ রেজিনা আক্তার (৩৯)। তিনি ওই এলাকার মো. আজমর হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৬ জুলাই) দিবাগত গভীর রাতে নিজ বাড়িতে বিষপান করেন রেজিনা আক্তার। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
খবর পেয়ে রাতেই বোচাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে আসে। রোববার সকালে মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, রেজিনা আক্তার ও তার স্বামী আজমর হোসেনের মধ্যে পারিবারিক কলহ দীর্ঘদিন ধরে চলছিল। সেই কলহ থেকেই অভিমানে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান সরকার জানান, “ঘটনাটি একটি অপমৃত্যু (ইউডি) মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”