মোহাম্মদ হোসাইন, কক্সবাজার প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড় পৌরসভার সাবেক মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহজাহান ওরফে কাজী রিপনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামগড় উপজেলার সোনাইপুল এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানটি পরিচালনা করেন এসআই মো. নূরু উদ্দিন ও এএসআই মো. মনিরুল ইসলাম।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন সাংবাদিকদের জানান, কাজী রিপন যৌতুক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরও তিনটি মামলা চলমান রয়েছে।
গ্রেফতারের পর তাকে থানায় রাখা হয়েছে এবং আইনানুযায়ী আদালতে সোপর্দ করা হবে বলেও জানিয়েছেন ওসি।