আজিজুল রহমান, মাল্টিমিডিয়া রিপোর্টার | সংবাদ ৭১
বাগেরহাটের চিতলমারী উপজেলায় ঘটে গেছে এক হৃদয়বিদারক ও চাঞ্চল্যকর ঘটনা। দুর্বৃত্তদের হাত থেকে নিজের নাতনিকে রক্ষার জন্য প্রতিরোধ গড়ে তোলেন এক ৬৫ বছর বয়সী দাদি। দুর্বৃত্তদের আঘাতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। এই মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের ছায়া এবং জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি দুর্বৃত্তচক্র ওই নারীর নাতনির উপর আচমকা হামলা চালায়। হামলার সময় সাহসিকতার পরিচয় দিয়ে নাতনিকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন তাঁর দাদি। দুর্বৃত্তদের আঘাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। নিজের জীবনের বিনিময়ে নাতনিকে রক্ষা করলেন তিনি—যা এক অনন্য সাহসিকতার নজির হয়ে থাকল।
ঘটনার খবর পেয়ে আজ শনিবার বিকেলে নিহত বৃদ্ধার বাড়িতে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থী অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান। তিনি নিহতের কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান করেন। এ সময় তিনি বলেন, “মজলুমের পক্ষে জামায়াত সব সময় ছিল, আছে এবং থাকবে, ইনশাআল্লাহ। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমরা সর্বোচ্চ আইনি সহায়তা দিতে প্রস্তুত আছি।”
তার সঙ্গে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা জামায়াতের আমির ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। তাঁরা এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের প্রতি দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাদের মতে, এ ধরনের পাশবিক ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের আরও সক্রিয় ও কঠোর ভূমিকা জরুরি।
ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে শোক, আতঙ্ক ও ক্ষোভের ছায়া। স্থানীয়রা বলছেন, এই ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্যই একটি গভীর আঘাত। এক দাদি কীভাবে নিজের জীবনের বিনিময়ে ন্যায়ের পক্ষে দাঁড়াতে পারেন, এই আত্মত্যাগ গোটা সমাজকে নাড়া দিয়েছে।
আমরা এই সাহসী নারীর আত্মার মাগফিরাত কামনা করি এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি— যেন আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। আমিন।