আশাশুনিতে ছাত্রশিবিরের উদ্যোগে "জুলাই শহীদ স্মৃতি আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্ট ২০২৫"-এর ফাইনাল অনুষ্ঠিত
আমিরুল ইসলাম
মাল্টিমিডিয়া প্রতিনিধি, আশাশুনি (সাতক্ষীরা)
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে অনুষ্ঠিত হলো “জুলাই শহীদ স্মৃতি আন্ত স্কুল চার দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর ফাইনাল খেলা।
শনিবার (২৬ জুলাই) বিকেলে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় মুখোমুখি হয় শহীদ আবু সাইদ ফুটবল একাদশ এবং শহীদ আসিফ হোসেন ফুটবল একাদশ। দারুণ উত্তেজনাপূর্ণ এই খেলায় শহীদ আসিফ হোসেন ফুটবল একাদশ ৪-১ গোলের বড় ব্যবধানে জয়লাভ করে।
খেলাটি সঞ্চালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বুধহাটা কলেজিয়েট স্কুল শাখার সেক্রেটারি শিহাব হোসেন এবং সভাপতিত্ব করেন নাহিদ হোসেন।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার দাওয়া ও মাদ্রাসা সম্পাদক হাফেজ মোঃ সোহরাব হোসেন।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জজ কোর্টের সম্মানিত এপিপি অ্যাডভোকেট শহিদুল ইসলাম (বাচ্চু), যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলার সহ-সেক্রেটারি ও কর্মপরিষদ সদস্য।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
অনুষ্ঠানটি শেষ হয় বিজয়ী দল ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের মাঝে শুভেচ্ছা ও উৎসাহমূলক বক্তব্যের মধ্য দিয়ে।