দৈনিক সংবাদ ৭১ ডিজিটাল ডেক্স | প্রভাষক জাহিদ হাসান
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ইদলিব প্রদেশে একটি অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫৭ জন। গত বৃহস্পতিবার (২৪ জুলাই) মারেত মিসরিন শহরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (SOHR)।
ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থাটি জানায়, ওই গুদামটি তুর্কিস্তান ইসলামিক পার্টি (টিআইপি)-এর মালিকানাধীন ছিল। বিস্ফোরণে নিহতদের মধ্যে একজন নারী ও একজন শিশু রয়েছেন।
টিআইপি মূলত ইদলিব অঞ্চলে সক্রিয় একটি জঙ্গিগোষ্ঠী, যেটির অধিকাংশ সদস্য চীনের সংখ্যালঘু উইঘুর মুসলিম সম্প্রদায়ের যোদ্ধা। তারা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিতে দেশটিতে এসেছে।
সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, বিস্ফোরণে ৭ জন নিহত এবং ১৫৭ জন আহত হয়েছে। সরকারি ও বেসরকারি সূত্রের তথ্যে কিছুটা ভিন্নতা থাকলেও উভয় পক্ষই হতাহতের ঘটনা নিশ্চিত করেছে।
বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে, সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে একটি ‘তাৎক্ষণিক ও গভীর তদন্ত’ শুরু হয়েছে এবং যারা দায়ী, তাদের বিচারের মুখোমুখি করা হবে। একইসঙ্গে ভবিষ্যতে এমন ঘটনা রোধে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে তারা।