বেনাপোলের গাজীপুরে বিএনপির সমাবেশে ঐক্যের ডাক নুরুজ্জামান লিটনের
স্টাফ রিপোর্টার: মোঃ রায়হান হোসেন
বেনাপোল, শার্শা (যশোর):
বেনাপোলের গাজীপুর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
বক্তব্যে তিনি বলেন, “দলের এই কঠিন সময়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দলীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে সক্রিয় থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “একমাত্র ঐক্যই পারে আমাদের শক্তি গড়ে তুলতে।” তার এই বার্তা কর্মীদের মধ্যে নতুন সাহস ও প্রেরণা সঞ্চার করে।
সমাবেশে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, এই ধরনের নেতৃত্ব ও দিকনির্দেশনাই বর্তমানে দলের সবচেয়ে প্রয়োজন।