নেত্রকোনা প্রতিনিধি:
“দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচিকে সামনে রেখে নেত্রকোনায় সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (২৬ জুলাই) বিকেলে জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক প্রীতম সোহাগ, সদস্য ফাহিম রহমান খান পাঠান, যুগ্ম সমন্বয়ক শেখ জামালসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, আগামীকাল রবিবার (২৭ জুলাই) সকাল ১০টায় নেত্রকোনার মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট মাঠ থেকে একটি শান্তিপূর্ণ পদযাত্রা অনুষ্ঠিত হবে।
এ কর্মসূচিকে সফল করতে নেতারা জেলার সর্বস্তরের জনগণকে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। তারা বলেন, দেশপ্রেম, গণতন্ত্র এবং জনগণের অধিকারভিত্তিক রাজনীতির পক্ষে জনসচেতনতা গড়ে তোলাই এই পদযাত্রার মূল উদ্দেশ্য।
শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল কর্মসূচি নিশ্চিত করতে সকলের সহযোগিতাও কামনা করেন এনসিপি নেতারা।