মোজাফ্ফার আহমেদ (আফজাল), বিলাইছড়ি, রাঙামাটি :
“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিলাইছড়ি উপজেলায় অনুষ্ঠিত হলো ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ গ্রহণ’ অনুষ্ঠান।
আজ শনিবার (২৬ জুলাই ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হক।
শুরুর আগে ভার্চুয়ালি জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় জুলাই শহীদদের স্মরণে। পাশাপাশি ঢাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অগ্নিদগ্ধ ও চিকিৎসাধীনদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিটিসি প্রতিনিধি শারমিন এস. মুর্শিদ। তিনি শপথ পাঠ করান উপস্থিত অংশগ্রহণকারীদের।
এ সময় আরও উপস্থিত ছিলেন —
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. উম্মে সাইকা,
উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অ.দ.) নাজমুল হাসান, বিলাইছড়ি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ,
বিলাইছড়ি থানার এসআই মো. সিরাজুল ইসলাম,
বিলাইছড়ি কলেজের প্রভাষিকা ইয়াছমিন সুলতানা,
উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া ও সমাজসেবা কার্যালয়ের অন্যান্য কর্মচারীরা।