আজিজুর রহমান, মাল্টিমিডিয়া রিপোর্টার
দৈনিক সংবাদ ৭১ ডিজিটাল ডেস্ক
নটর ডেম কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, কলেজের নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য অনুমতি দেওয়া হয়েছে।
শনিবার (২৬ জুলাই) কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব ছাত্র কলেজের নির্ধারিত ইউনিফর্ম পরিধান, কলেজ আইডি কার্ড ব্যবহার এবং নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে আগ্রহী নন বা যারা ধূমপায়ী—তাদের আবেদন করার প্রয়োজন নেই।
বিজ্ঞপ্তি অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইন আবেদন শুরু হবে ২৯ জুলাই রাত ১২টা থেকে এবং শেষ হবে ৭ আগস্ট দুপুর ১২টায়।
আবেদনকারী সবাইকে একটি লিখিত ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষার তারিখ ও সময় ভর্তির প্রবেশপত্রে স্বয়ংক্রিয়ভাবে জানিয়ে দেওয়া হবে।
লিখিত পরীক্ষার ফলাফল ও এসএসসির জিপিএ-এর ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে:
এসএসসির ফলাফল, লিখিত ও মৌখিক পরীক্ষার সম্মিলিত মূল্যায়নের ভিত্তিতে মেধাক্রম অনুসারে ভর্তির জন্য চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।
পরীক্ষা ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা কলেজের ওয়েবসাইট (ndc.edu.bd) এবং Facebook পেজ (NDC Learning)–এ প্রকাশ করা হবে।