আফতাব উদ্দীন, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে "জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে" শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। সহযোগিতায় ছিল জেলা সমাজসেবা অধিদপ্তর ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।
অনুষ্ঠানটি দুই পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে কেন্দ্রীয়ভাবে আয়োজিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে "জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ" কার্যক্রমে সংযুক্ত হন অংশগ্রহণকারীরা। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় “সমাজ গঠনে নারী ও শিশুর সুরক্ষা” বিষয়ক আলোচনা সভা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সুচিত্রা রায় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রেজাউল করিম।
এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও বেসরকারি সংগঠনের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।