সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪৮৬ জন
স্টাফ রিপোর্টার, হারুন অর রশিদ | দৈনিক সংবাদ ৭১ ডিজিটাল ডেস্ক
সারাদেশে পুলিশের টানা বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার হয়েছেন আরও ১,৪৮৬ জন। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন ৯৮৮ জন এবং অন্যান্য অভিযোগে গ্রেফতার হয়েছেন ৪৯৮ জন।
শনিবার (২৬ জুলাই) সকালে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে পরিচালিত এই অভিযানে বিপুল সংখ্যক আসামি গ্রেফতার ছাড়াও উদ্ধার করা হয়েছে ২টি দেশীয় ওয়ান শুটার এলজি, ৭ রাউন্ড কার্তুজ, ১ রাউন্ড খালি খোসা এবং ককটেলের ৩টি বিশেষ অংশ।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সন্ত্রাস, মাদক, অস্ত্র এবং অন্যান্য অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।