মো: রাজিব হোসেন, মাল্টিমিডিয়া রিপোর্টার
গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জকে (৪৮) তার ভাতিজার বিয়ের অনুষ্ঠান থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) রাতে কালীগঞ্জ উপজেলার রাথুরা এলাকায় অবস্থিত ছুটি রিসোর্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। শ্রীপুর থানা পুলিশের একটি দল কালীগঞ্জ থানা পুলিশের সহায়তায় এ অভিযান চালায়।
নাসির উদ্দিন মৃধা জর্জ গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের বাসিন্দা ও মৃত আব্দুল হাই মৃধার ছেলে। তিনি দৈনিক ভোরের কাগজের শ্রীপুর প্রতিনিধি এবং শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক ছিলেন।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, “ছুটি রিসোর্টে ভাতিজার বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন নাসির উদ্দিন মৃধা। খবর পেয়ে আমরা কালীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করি। তিনি ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও হতাহতের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।”
গ্রেফতারকৃত নেতাকে আজ শনিবার গাজীপুর আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।