সাংবাদিকতা পেশার মর্যাদা রক্ষা ও উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান
আজীজুল রহমান, মাল্টিমিডিয়া রিপোর্টার | দৈনিক সংবাদ ৭১
খুলনা বিভাগীয় প্রেসক্লাবের আয়োজনে খুলনা জেলা ও মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই ২০২৫) সকাল ১০টায় খুলনা জেলা কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত গণমাধ্যম ব্যক্তিত্ব, প্রেসক্লাব সদস্য এবং কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মোঃ মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এইচ.এম. নাসির উদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা কমিটির আহ্বায়ক মোঃ ইলিয়াস হোসেন। সমন্বয়ের দায়িত্বে ছিলেন মহানগর কমিটির আহ্বায়ক স.ম. হাফিজুল ইসলাম।
বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান ও চ্যালেঞ্জিং পেশা। এ পেশায় সত্যনিষ্ঠা, দায়িত্ববোধ ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। অপপ্রচার, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতে হবে সাংবাদিকদের।
সম্মেলনে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা, সদস্য নবায়ন, সাংগঠনিক কাঠামো ও কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ, পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতে নানা দিকনির্দেশনা দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এই সম্মেলনটি এক মিলনমেলায় রূপ নেয়, যেখানে মতবিনিময়, অনুপ্রেরণা ও পেশাগত উন্নয়নের বার্তা প্রতিধ্বনিত হয় উপস্থিত সকলের কণ্ঠে।