এম আলী আকবর, ব্যুরো চিফ | দৈনিক সংবাদ ৭১
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে তার দল ক্ষমতায় গেলে দলের মতোই সুশৃঙ্খলভাবে দেশ পরিচালনা করবে।
তিনি বলেন, “গত ১৬ বছরে যেভাবে হত্যা, হামলা ও মিথ্যা মামলার রাজনীতি হয়েছে, আমরা আর তা দেখতে চাই না। জনগণের কল্যাণে, মানবতার স্বার্থে এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা রাজনীতি করি। জামায়াত ক্ষমতায় গেলে সেই আদর্শ নিয়েই দেশ পরিচালনা করবো।”
ডা. শফিকুর রহমান আরও দাবি করেন, তার দলের প্রতি জনগণের আস্থা বাড়ছে এবং বিভিন্ন ধর্মাবলম্বী মানুষও এখন জামায়াতে যোগ দিচ্ছেন।
তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আগামী নির্বাচনে জয়ী হতে হলে এখন থেকেই সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। প্রতিটি পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করে মাঠে থাকতে হবে।”
নির্বাচন সামনে রেখে তিনি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।