আবিদ হাসান আব্দুল্লাহ, স্টাফ রিপোর্টার
সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১,৬২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে এক হাজার ৪৯ জন ওয়ারেন্টভুক্ত ও মামলার আসামি। এছাড়া অন্যান্য বিভিন্ন অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরও ৫৭১ জনকে।
শুক্রবার (২৫ জুলাই) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, অভিযান চালিয়ে অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি বিদেশি ওয়ান শুটারগান, দুটি শটগানের কার্তুজ, দুটি পিস্তলের গুলি, একটি চাকু এবং লোহার তৈরি একটি দেশীয় পাইপগান।
পুলিশের এ ধরনের অভিযান সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।