সুনামগঞ্জ প্রতিনিধি | দৈনিক সংবাদ ৭১
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ছাত্র-জনতা শেখ হাসিনাকে উৎখাত করেছে। নতুন বাংলাদেশ ও নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে গেছেন। সেই রাষ্ট্র মেরামতের লক্ষ্যেই এনসিপির যাত্রা শুরু হয়েছে। মুজিববাদ বাংলাদেশে আর টিকবে না। মুজিববাদ মানেই একদলীয় শাসন, লুটপাট, দুর্নীতি, ইসলামবিদ্বেষ, সংখ্যালঘুদের জমি দখল এবং ভারতের কাছে দেশের স্বার্থ বিক্রি। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় সেই রাজনীতির বিরুদ্ধে সামাজিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলব।”
এর আগে সুনামগঞ্জ সার্কিট হাউজে ‘জুলাই আন্দোলনে’ নিহত ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন নাহিদ ইসলাম। পরে তিনি কেন্দ্রীয় মডেল জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে পদযাত্রা করে আলফাত স্কয়ারে এসে পথসভায় অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী দেওয়ান রাজা চৌধুরী সুমন। বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক অনিক রায়, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ, প্রীতম দাশ, আসাদুল্লাহ আল গালিবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন: নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, মাহবুব আলম, সারোয়ার তুষার, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, তাজনূভা জাবীন, সুলতান মুহাম্মদ জাকারিয়া, ডা. আতিক মুজাহিদ, আশরাফ উদ্দীন মাহাদী, অর্পিতা শ্যামা দেব, তানজিল মাহমুদ, খালেদ সাইফুল্লাহ, জাবেদ রাসিন, এহতেশাম হক, হাসান আলী, ডা. তাসনিম জারা, নাহিদা সারওয়ার নিভা, আব্দুল্লাহ আল আমিন, আরিফ সোহেল, রিফাত রশিদ, মাহিন সরকার, নিজাম উদ্দিন, আকরাম হুসেইন, এস এম সাইফ মোস্তাফিজ এবং সাদিয়া ফারজানা দিনা।
জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আতাউর রহমান স্বপন আমেরিকায় অবস্থান করায় তার পক্ষ থেকে দোয়ারাবাজার উপজেলার সহস্রাধিক কর্মী মিছিলসহকারে কর্মসূচিতে অংশগ্রহণ করে। তাদের স্বাগত জানাতে শহরের বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করা হয়। পদযাত্রাটি হবিগঞ্জ থেকে শুরু হয়ে বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ পৌঁছায়। কর্মসূচিকে ঘিরে শহরে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়।
পরে সার্কিট হাউজে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় নাহিদ ইসলাম বলেন, “আমরা বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে আন্দোলন করছি। জুলাই আন্দোলনে সুনামগঞ্জের তিন সন্তান শহীদ হয়েছেন—হৃদয়, আয়াতুল্লাহ ও সোহাগ। তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। আহত, পঙ্গু অনেক যোদ্ধা রয়েছেন, তাদের সহায়তাও এনসিপি অব্যাহত রাখবে।”
আলোচনা সভায় উপস্থিত ছিলেন শহীদ সোহাগের বাবা আবুল কালাম, আহত সাংবাদিক আল হেলাল, সাংবাদিক আফতাব উদ্দিন, ইসলাম উদ্দিন তালুকদার, আবু সালেহ নাসিম, ইসহাক আমিনি, শহিদুল ইসলাম, ইমনদ্দোজা আহমদ, মেহেদী হাসান সাকিব, এম.এ বারী সিদ্দিক, উবায়দুল হক রাহাত, মোজাহিদ আলী খোকন, উছমান গনি, সাইমন আহমেদ শিহাব, শরীফ উদ্দিন, জহিরুল ইসলাম তারেক, সাইফুল ইসলাম, দ্বীন ইসলাম, রিদওয়ানুল হক নিহাল, জুলাই রেভ্যুলুশনারি এলায়েন্স এর আহ্বায়ক মোঃ জহুর আলীসহ আন্দোলনে অংশ নেওয়া নেতাকর্মীরা।
জুমার নামাজ শেষে মসজিদে আগত মুসল্লিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং জেলা এনসিপির আহ্বায়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন।
প্রকাশক: দৈনিক সংবাদ ৭১ ডিজিটাল ডেস্ক